EBOOK

About
একটি অলৌকিক ঘটনাকে কেন্দ্র বিন্দু করে 'অশরীরী খেলা" উপন্যাস টির জন্ম। যার কেন্দ্রবিন্দু একটি বহু প্রচলিত খবরের কাগজের সাংবাদিক উর্জা সান্যাল। এক পোড়োবাড়ির সাংবাদিকতা করতে গিয়ে তার সাথে ঘটে যায় এক অকল্পনীয় ভৌতিক ঘটনা, যার উৎস তাঁর পূর্ব জন্মকে কেন্দ্র করে। এর পর থেকে উর্জার জীবনে ঘটে চলে একের পর এক ভৌতিক কান্ডকারখানা যার কোনো কূলকিনারা ই সে করতে পারে না। বরং ধীরে ধীরে তলিয়ে যায় তার পূর্বজন্মের রহস্যের গভীরে। তাকে হাতছানি দেয় হাজার রহস্য। উর্জার এই জন্মের ঘটনা গুলোর রহস্য লুকিয়ে আছে তার পূর্বজন্মে। কি সেই রহস্য? জানতে হলে পুরো উপন্যাস টা পড়তে হবে। উপন্যাসটির প্রতি স্তরে ভৌতিক ঘটনা ও রহস্য ভরপুর। প্রতিটা পদে এক নতুন রোমাঞ্চ, রহস্য ও ভৌতিক অনুভূতি সমেত এই উপন্যাস, 'অশরীরীর খেলা"।